Daily Time Axom

আজ জাতীয় সংবাদ মাধ্যম দিবস: সাংবাদিক সংস্থার অনুষ্ঠান দুপুর ১ টায়

0 39

শনিবার ১৬ নভেম্বর দিনটি হচ্ছে জাতীয় সংবাদমাধ্যম দিবস।এই উপলক্ষ্যে একগুচ্ছ কার্যক্রম হাতে নিয়েছে জার্নালিস্টস ইউনিয়ন অব অসমের এফিলিয়েটেড বডি বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা। অনুষ্ঠান হবে শিলচর ইলোরা হেরিটেজের কনফারেন্স হলে। দুপুরে ১টা থেকে অনুষ্ঠান আরম্ভ হবে। আগে এই অনুষ্ঠান বেলা এগারোটার সময় আরম্ভ হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ বশতঃ সময়সূচির পরিবর্তন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এবারের থিম হচ্ছে “সংবাদ মাধ্যমের গতি পথের বিবর্তন”। এতে যুগশঙখ পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার উপ সভাপতি হিমাশীষ ভট্টাচার্য মূখ্য বক্তা হিসেবে ভাষন দেবেন।অনুষ্ঠানে আসামের প্রখ্যাত সাংবাদিক অমিত কুমার নাগকে সাংবাদিকতায় জীবন ব্যাপী অবদানের জন্য ( মরনোত্তর ) স্মারক সন্মান প্রদান করা হবে। অনুষ্ঠানটিতে পৌরোহিত্য করবেন বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে। উদ্যোক্তারা এই অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত সকলের উপস্থিতি কামনা করছেন ।

Leave A Reply

Your email address will not be published.